প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 11, 2025 ইং
মধুপুর-ধনবাড়ীকে সুন্দর বাসযোগ্য নিরাপদ শহর হিসেবে গড়ে তুলবো-মুক্তিযোদ্ধা সংবর্ধনায় স্বপন ফকির

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার আহবানে সাড়া দিয়ে বাংলার অকুতোভয় দামাল সন্তানেরা মুক্তিযোদ্ধে ঝাপিয়ে পড়ে জীবন বাজি রেখে নয় মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেন। বীর মুক্তিযোদ্ধারা আপনারা যুদ্ধ করে আমাদেরকে বাংলাদেশ তথা মধুপুর-ধনবাড়ীকে উপহার দিয়েছেন। এই মধুপুর-ধনবাড়ী সাজানোর দায়িত্ব আমাদের। আপনাদের সহযোগিতা নিয়ে মধুপুরকে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত শান্তির শহর হিসেবে গড়ে তুলবো। মধুপুরে গ্যাস সংযোগ চালু করণ, মেডিকেল কলেজ, শিল্পকারখানা স্থাপনসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের মাধ্যমে আগামী প্রজন্মের সুন্দর বাসযোগ্য মধুপুর ধনবাড়ী গড়ে তুলবো।
তিনি ১০ ডিসেম্বর বুধবার রাতে মধুপুর হাটখোলা চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা সভায় একথাগুলো বলেন।
মধুপুর পাক হানাদারমুক্ত দিবস উপলক্ষে মধুপুর উপজেলা বিএনপি বীর মুক্তিযোদ্ধাদের সংবার্ধনা ও আলোচনা সভার আয়োজন করে। ওই অনুষ্ঠানে ১০জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধিত করা হয়।সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজি প্রিন্স, সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, মধুপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র মেহেদী হাসান মিন্জু প্রমূখ। সংবর্ধনা সভায় মুক্তিযোদ্ধারাসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com